চকবাজারে আগুন

৩২ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ

সিআইডির প্রেস ব্রিফিংচকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জনকে শনাক্ত করতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছে ৩২ জন স্বজন ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক এসিড) নমুনা দিয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুশরাত ইয়াসমিন।
শুক্রবার সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে অস্থায়ী ক্যাম্পে নমুনা সংগ্রহ করছেন সিআইডির ডিএনএ ল্যাবের কর্মীরা।
এ বিষয়ে নুশরাত ইয়াসমিন বলেন, ‘এখন পর্যন্ত ১৯ জনকে শনাক্ত করতে ৩২ জন স্বজনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। যারা এখনও স্বজনদের খুঁজে পাননি তাদের নমুনা দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ল্যাবে ইতোমধ্যে কাজ শুরু করেছি। এই প্রক্রিয়ায় এক সপ্তাহ, এক মাস বা আরও বেশি সময় লাগতে পারে।’