চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আইইবির কমিটি গঠন

 

আইইবিচকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) আইইবির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদাকে আহ্বায়ক এবং সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খায়রুল বাশারকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধান করে আইইবির সাধারণ সম্পাদকের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আইবির জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী হামিদুল হক, প্রফেসর ড. প্রকৌশলী মুনাজ আহমেদ নুর, আইইবির তড়িৎকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী ইয়াছির আরাফাত এবং কেমিকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী কাজী বায়েজিদ কবির। তবে কমিটি চাইলে তদন্তের স্বার্থে সদস্য সংখ্যা আরও বাড়াতে পারবে।

কমিটি চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যাওয়া ভবন এবং তৎসংলগ্ন আশপাশের এলাকায় সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রকৌশল ও কারিগরি বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে অগ্নিকাণ্ডের যথাযথ কারণ অনুসন্ধান করে ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিবে।