সড়ক আন্দোলন নিয়ে কিশোর উপন্যাস ‘আমাদের পিকলু বাবু’

আমাদের পিকলু বাবুকিশোরদের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটের ওপর কিশোর উপন্যাস রেজানুর রহমানের ‘আমাদের পিকলু বাবু’ প্রকাশ পেয়েছে এ বছরের একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ।

‘আমাদের পিকলু বাবু’ কিশোর উপন্যাসের মূল চরিত্র পিকলু সব সময় অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু বড়রা অন্যায়ের প্রতিবাদকে বেয়াদবি হিসেবেও দেখে। বড়দের উপেক্ষা-ধমক সব বাধা ডিঙিয়ে এগিয়ে চলে পিকলু। সে তার বন্ধুদের নিয়ে প্রতিবাদ চালিয়ে যেতে থাকে। উপন্যাসের একপর্যায়ে ঢাকার র‌্যাডিসন হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার সংবাদ পায় পিকলু। এরপরই নিরাপদ সড়ক আন্দোলনে সে  জড়িয়ে পড়ে। এভাবেই এগিয়ে যায় পিকলু চরিত্রটি। 

এ বছরের একুশে গ্রন্থমেলায় কথা প্রকাশের স্টলে বইটি পাওয়া যাবে। প্যাভিলিয়ন নম্বর ১৫। কিশোর এই উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ এবং অলংকরণ দিয়েছেন সুমিত রায়।