ভিয়েতনামে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত




চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে রাষ্ট্রদূত সামিনা নাজসহ অন্যরা।যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার (১৭ মার্চ) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
দিবসটি উপলক্ষে শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ও ভিয়েতনামের শিশুরা অংশ নেয়। পরে অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ।
সামিনা নাজ বলেন, মুক্তিযুদ্ধ ও তার পূর্ববর্তী সব গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সমগ্র জাতি এক হয়েছিল এবং যার ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের একজন প্রতিনিধি বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা খুবই চমৎকার একটি আয়োজন। এতে উভয় দেশের শিশুরা নিজ নিজ দেশের কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি পরস্পরের দেশ ও নেতা সম্পর্কে জানতে পারবে।