ডেমরায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

ফ্রিজের একই চেম্বারে রান্না করা ও কাঁচা মাছ-মাংসভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঢাকা মহানগরীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (২০ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।

বাজার তদারকি (অভিযান) করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবের নাহার রজনি।

মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে  সোনালী ফুড প্রোডাক্ট ও নুরসাত বেকারিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াকরণ ও ফ্রিজের একই চেম্বারে রান্না করা মাছ মাংসের সঙ্গে কাঁচা মাছ মাংস সংরক্ষণের অপরাধে ফুড প্যালেসকে ৬০ হাজার ও আঙ্গিনা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিফতরের অভিযানঅভিযানে ডেমরা থানার কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।