শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী পার্বত্য মেলা শুরু

পার্বত্য মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য (ফাইল ছবি)

পার্বত্য এলাকার মানুষের ইতিহাস, জীবন ও সংস্কৃতি বিষয়ক তথ্য সমতলের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঢাকায় চার দিনব্যাপী পার্বত্য মেলা শুরু হয়েছে। সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে বৃহস্পতিবার (২১ মার্চ) শুরু হওয়া এই মেলা রবিবার (২৪ মার্চ) পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।

মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর কৃষিমন্ত্রী ড. এম এ রাজ্জাক বলেছেন, ‘এই মেলা পাহাড়ি ও সমতল ভূমির মানুষের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি জানতে পারবেন।’  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং স্বাগত বক্তব্য রেখেছেন পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোবাইল এসএমএস, পোস্টার, ফেস্টুন ও বিজ্ঞাপনের মাধ্যমে মেলার সার্বিক দিক সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়েছে।

পার্বত্য মেলা-২০১৯ যথাযথভাবে পালনের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্ব খাদ্য সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন, আরণ্যক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, কারিতাস, পদক্ষেপ ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব সার্বিক সহযোগিতা করছে।