বিএসএমএমইউ থেকে বাসায় ফিরেছেন শাহরিয়ার কবির





শাহরিয়ার কবিরবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের অবস্থার উন্নতি হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাসায় ফিরেছেন তিনি।
বিএসএমএমইউ’র হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।
তিনি জানান, শাহরিয়ার কবিরকে ছুটি দেওয়া হয়েছে। তার পাইলস এখানকার ম্যানেজমেন্টে ভালো হয়েছে। কোনও অপারেশন লাগেনি। কিডনি স্টোনের একটা ইস্যু ছিল, সেটার চিকিৎসা করানো যায়নি। এখানকার মেশিনে সমস্যা ছিল। তিনি বারডেমে সম্ভবত এর চিকিৎসা নেবেন। শাহরিয়ার কবিরের অবস্থা মোটের ওপর ভালো বলে জানান ডা. মামুন আল মাহতাব।
গত শুক্রবার (১৫ মার্চ) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বিএসএমএমইউ’র হাসপাতালে ভর্তি হয়েছিলেন।