ব্যানার টাঙানোর সময় ইডেনের কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট

 262a2858eeee5ff1839f395d6d1fa2a8-5794ea1ed36f1
ইডেন কলেজের গেটে স্বাধীনতা দিবসের ব্যানার টাঙানোর সময় বিদুৎপৃষ্ট হয়ে সুজন দাস (৩৫) নামের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

কলেজের প্রধান সহকারী আব্দুল খালেক জানান, ‘সকালে স্বাধীনতা দিবসের একটি ব্যানার কলেজের ৩ নম্বর গেটে টাঙানো সময় পাশে থাকা বৈদুতিক তারের সঙ্গে লেগে বিদুৎপৃষ্ট হন সুজন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি আরও জানান, সুজন দাস ইডেন কলেজের প্লাম্বারের কাজ করেন।

চিকিৎসকের বরাদ দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সুজন দাসের শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে। তার বাবার নাম সুভাষ দাস। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।