নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের দাবি

১১১১



অবিলম্বে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। এর পাশাপাশি গণমাধ্যমকর্মী আইন পাস, সংবাদপত্র ও টিভি চ্যানেলে সংবাদিক ছাঁটাই বন্ধ, ছাঁটাই করা কর্মীদের পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিতে সমাবেশ করেছেন তারা।
বুধবার (২৭ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।
তিনি বলেন, “মিডিয়ার মালিকদের শিল্প আইন মানতে হবে, না মানলে মিডিয়া বন্ধ রাখতে হবে। আর মালিকরা আইন না মানলে আমরা যারা শ্রমিক তারা ‘ডু অর ডাই’-নীতি অনুসরণ করবো। আমরা কাজ করে পারিশ্রমিক পাবো না আর তারা বসে বসে লাভবান হবেন, তা হতে পারে না।”
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের খাটিয়ে যারা শ্রমের মজুরি দেবেন না, তাদের কাছ থেকে অতীতের চেয়ে কঠোর আন্দোলন করে অধিকার আদায় করতে হবে। যেখানে ভাতা-বেতন নেই, সেখানে শ্রম দিয়ে কোনও লাভ নেই।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, ‘যারা শ্রমিকদের নিয়ে, শ্রমিকদের মজুরি নিয়ে ষড়যন্ত্র করবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মালিকদের পক্ষ নেওয়া ত্যাগ করুন, মালিকদের এড়িয়ে চলুন। তা না হলে সাংবাদিক-কর্মচারীদের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।’
সমাবেশে নির্বাচিত যেসব নেতা যোগ দেননি তাদের উদ্দেশে মহাসচিব বলেন, ‘আপনারা মালিকদের দালালি ছেড়ে যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদের কথা বলুন, তাদের সঙ্গে থাকুন। তা না হলে সাংবাদিক-কর্মচারীরা আপনাদের চিনে রাখবেন, সামনের নির্বাচনে আপনাদের বয়কট করবেন। সময় থাকতে আপনারা সতর্ক হোন।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক, গণমাধ্যম কর্মচারী ইউনিয়নের সভাপতি মতিউর রহমান তালুকদার, যুগান্তর পত্রিকার সাংবাদিক শাহ আলম, সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা।