উত্তরদেশ লেডিস ক্লাব এর অভিষেক

৩৪৫

নারীর উন্নয়নের লক্ষ্যে গঠিত উত্তরা ৪ নম্বর সেক্টরে ‘উত্তরদেশ লেডিস ক্লাব’ এর নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন উত্তরার বাংলাদেশ ক্লাবে লিমিডেটে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

এর আগে বেগম আরফিনা বিলালকে সভানেত্রী করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে সংগঠনটির শতাধিক সদস্য রয়েছেন।

অভিষেক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ক্লাব সভানেত্রী জানান, প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টি করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া চাকরির পরিবর্তে ব্যবসা ও অন্য পেশায় ক্যারিয়ার প্রতিষ্ঠাসহ নারীকে দক্ষ ও স্বাবলম্বী করে গেড়ে তোলা; উৎসাহী নারী ও নতুন প্রজন্মের যুব সম্প্রদায়কে উদ্যোক্তা হিসেবে ব্যবসায় সম্পৃক্ত করা;  স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং সেই সঙ্গে তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে তারা কাজ করবে।