সপরিবার ব্যবসায়ী সাইফুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দুদকের





দুদকফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) দুটি শাখা থেকে সাড়ে ৫২ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে পরিবারের তিন সদস্যসহ ব্যবসায়ী সাইফুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপারের কাছে এ ব্যাপারে ব্যবস্থা নিতে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম চিঠি দিয়েছেন। দুদক উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য (জনসংযোগ) বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুর রহমান ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন ব্যবসায়ী সাইফুর রহমানের স্ত্রী সাজিয়া খাতুন, বাবা মির আব্দুর শাকুর ও মা হাসিনা বেগম।
দুদক বলছে, ফারমার্স ব্যাংকেব সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) সহযোগিতায় ব্যাংকটির মাওনা শাখা ও মিরপুর শাখা থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করেন সাইফুর রহমান। যা সুদ-আসলে ৫২ কোটি ৪৭ লাখ টাকা। এই টাকা সাইফুর রহমান পাচার করেন বলে দুদকের অভিযোগ।