যৌন হয়রানি বন্ধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

মাউশি

যৌন হয়রানি বন্ধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। দ্রুত পাঁচ সদস্যের কমিটি গঠন করে তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই কমিটি আদালতের নির্দেশনা মতে নিয়মিত কার্যক্রম চালাবে বলেও উল্লেখ করা হয়।

মাউশি এর পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।  

জানা যায়, ২০০৯ সালের ১৫ মে যৌন নিপীড়নের সংজ্ঞাসহ যৌন হয়রানি রোধে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানির প্রতিরোধে অভিযোগকেন্দ্র গঠনসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।  রায়ে এই অভিযোগকেন্দ্র পরিচালনার জন্য ন্যূনতম পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার কথাও বলা হয়।