মহানগর প্রজেক্টে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানঢাকা মহানগরীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৪ এপ্রিল) এ অভিযান (বাজার তদারকি) পরিচালনা করা হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাশ্রয়ী সুপার শপকে এক বস্তা চিপস মেয়াদোত্তীর্ণ অবস্থায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক বন্ধ ঘোষণা করা হ‍য়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে শাকিল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, কাবাব হাউজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও শাপলা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে এপিবিএন ১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।