পূর্ত মন্ত্রণালয়ের কর্মচারীদের ছুটি বাতিল

বাংলাদেশ সরকার

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলার সব দফতর, বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

একইসঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্ট জেলা/উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার জন্য এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রধানকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলের এই ১৯টি জেলা হচ্ছে- খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ফেনী, ঝালকাঠি, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ।