টিন নম্বর ছাড়া মিলবে না বিএমডিসির সদস্যপদ

 

বিএমডিসিবাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সদস্য হতে চিকিৎসকদের জন্য টুয়েলভ ডিজিট ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিন) বাধ্যতামূলক করা হয়েছে। বিএমডিসির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিন নম্বর সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা ১৮৪-এর উপধারা-৩ অনুযায়ী একজন চিকিৎসক বা দন্ত চিকিৎসককে বিএমডিসির সদস্য সনদ গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে টুয়েলভ ডিজিট ট্যাক্সপেয়ার'স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিন) দিতে হবে। বর্ণিত ধারার উপধারা-৫ অনুযায়ী টুয়েলভ ডিজিট ট্যাক্সপেয়ার'স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিন) ছাড়া কোনও চিকিৎসককে সদস্য সনদ দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বিএমডিসির রেজিস্ট্রেশন গ্রহণ অথবা নবায়নের আবেদনের সময় নির্ধারিত কাগজপত্রের সঙ্গে ই-টিন সনদের কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন গ্রহণ বা নবায়ন করেছেন তাদেরও ই-টিন সনদের কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নিবন্ধিত চিকিৎসক বা দন্ত চিকিৎসদের ব্যবস্থাপত্রে এবং সাইনবোর্ডে বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখের পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত নয় এমন কোনও ডিগ্রি উল্লেখ না করার কথা বলা হয়েছে।