কাল রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করবে দুদক

দুদকরাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হবে সোমবার (১৩ মে)। বিকাল পাঁচটায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে এ প্রতিবেদন তুলে দেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৯ (১) ধারা অনুযায়ী, প্রতিবছর দুদকের আগের বছরের কার্যাবলীর বার্ষিক প্রতিবেদন রাষ্টপতির কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা আছে। দুদক চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৮ সালের দুদকের কার্য-সম্পাদন, সম্পাদিত কাজের অভ্যন্তরীণ ও বাহ্যিক জবাবদিহিতা, সরকার প্রদত্ত সম্পদের ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।