থানার ওসি হিসেবে বিসিএস পুলিশ ক্যাডারদের নিয়োগ চায় দুদক





banglanewsথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনও বাতিল চেয়েছে সংস্থাটি। দুদকের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনে এমন ১২০টি মতো সুপারিশ আছে বলে জানা গেছে।
প্রতিবেদনে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পিএসসির অধীনে নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
সোমবার (১৩ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির হাতে প্রতিবেদন তুলে দেন।
দুদকের বার্ষিক এ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সেবা খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহার করছে।
২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে দুদকের মামলা ও চার্জশিটের সংখ্যা কমেছে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনার ত্রুটির কারণে দুর্নীতি বাড়ছে।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৯(১) ধারা অনুযায়ী, প্রতিবছর দুদকের আগের বছরের কাজের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা আছে।