পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধে ৬ জেলা প্রশাসককে দুদকের চিঠি





দুদককারাগার ও পাসপোর্ট অফিসের ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধে ব্যবস্থা নিতে ছয় জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বান্দরবান, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, কক্সবাজার ও মেহেরপুর জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
এদিকে, স্পিডবোর্ড ও ট্রলার পারাপারের সময় নিয়মবহির্ভূতভাবে ইজারা আদায়ের অভিযোগে বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা জেলার দোহারের মৈনট ঘাট এলাকায় অভিযান চালানো হয়েছে। এর সঙ্গে জড়িত নুরুল ইসলাম নামে একজনকে চিহ্নিতও করা হয়। নুরুল প্রতিদিন অবৈধ ইজারা তুলে লাখ টাকা করে আয় করছে বলে প্রমাণ পায় দুদক।
ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে কোচিং করানোর অভিযোগে ঢাকা ক্যান্টনমেন্ট আদর্শ বিদ্যানিকেতনে চালানো হয়েছে দুদকের অপর অভিযান। কোচিং বন্ধে প্রধান শিক্ষক আব্দুল মালিককে ব্যবস্থা নিতে বলেছে দুদক।
যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় অভিযান চালিয়েছে দুদক। অভিযানের সময় প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।