আলমাস ও মুস্তাফা মার্টকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

নামিদামি ব্র্যান্ডের কসমেটিকস অবৈধভাবে আনা ও বিক্রির অপরাধে বসুন্ধরা সিটির আলমাস সুপারশপ ও মুস্তাফা মার্টকে এক লাখ টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২০ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া আরও চার প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আলমাস, মুস্তাফা মার্ট, বিবিবি কসমেটিকস- এগুলো নামিদামি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। কিন্তু মানুষের সেই সরলতাকে পুঁজি করে অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নামও লেখা নেই। এটি আসলে ব্র্যান্ডের পণ্য নাকি কেরানীগঞ্জ, জিঞ্জিরা ও চকবাজারে তৈরি নকল কসমেটিকস, তার কোনও নিশ্চয়তা নেই। এছাড়া এসব পণ্যে ইচ্ছেমতো মূল্য লিখে বিক্রি করা হচ্ছে। ফলে একদিকে ভোক্তাদের ঠকাচ্ছে, অন্যদিকে রাজস্ব ফাঁকি দিচ্ছে, যা আইনত দণ্ডনীয়।
তিনি আরও জানান, বসুন্ধরা সিটির কসমেটিকসের দোকানে অভিযান এবং বিদেশি বিভিন্ন অবৈধ কসমেটিকস, ব্যাগ ইত্যাদি বিক্রির অপরাধে আলমাসকে এক লাখ টাকা, মুস্তাফা মার্টকে এক লাখ টাকা, বিবিবি কসমেটিকসকে এক লাখ টাকা, সেভলি কসমেটিকসকে ৫০ হাজার টাকা, নিউর কসমেটিকসকে ৫০ হাজার টাকা এবং আমরিন ফ্যাশনকে ১০ হাজার টাকা জরিমানাসহ দোকানটি সাময়িক বন্ধ রাখা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী তাদের দ্বিগুণ জরিমানাসহ দোকান সিলগালা করে দেওয়া হবে।