ডিএনসিসি’র অভিযানে অবৈধ তাঁতমেলা উচ্ছেদ





রাজধানীর উত্তরায় একটি অবৈধ তাঁতবস্ত্র মেলা উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) উত্তরার ১৩ নম্বর সেক্টরে জমজম টাওয়ারের কাছে অনুমতি ছাড়া বসা মেলাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তিনি জানান, উত্তরার ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের কাছে অনুমতি ছাড়া একটি তাঁতবস্ত্র মেলা বসে। এতে ওই এলাকার মানুষের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। অভিযান চালিয়ে মেলাটি ভেঙে দেওয়া হয়েছে। এর আগে মেলা থেকে মালামাল সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়। পরে অস্থায়ীভাবে স্থাপিত ২০টি দোকান, গেট, বাউন্ডারি, প্যাভিলিয়ন উচ্ছেদ করা হয়। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।
সাজিদ আনোয়ার আরও জানান, উত্তরা গরিব নেওয়াজ এভিনিউতে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় কুঞ্জ ডেভেলাপেরসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।