রাজধানীর গুলিস্তানে ছিনতাইচক্রের ৫ সদস্য আটক





আটক পাঁচ ছিনতাইকারীরাজধানীর গুলিস্তান এলাকা থেকে ছিনতাইচক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। রবিবার (২৬ মে) বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ছিনতাইকারীরা হলো জহির হোসেন (২৬), মো. রাসেল (২৮), মিজানুর রহমান ওরফে মিজান (৩০), মানিক (২৩) ও আবুল কালাম (২৭)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ১টি চাপাতি, ৫টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বংশাল, সদরঘাট, গুলিস্তানসহ আশপাশের এলাকায় পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল ছিনতাই ও চুরি করে আসছিল।
আটক পাঁচজনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।