কমলাপুর স্টেশন ও রেল ভবনে দুদকের অভিযান





banglanews
ঈদে ঘরমুখো মানুষের ট্রেনের টিকিট প্রাপ্তিতে হয়রানি ও অনিয়মের অভিযোগে রাজধানীতে কমলাপুর রেলওয়ে স্টেশন ও রেল ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ মে) দুদক এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।

দুদক উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রিতে অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়। অভিযানের সময় টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সিএনএস’র কার্যক্রম খতিয়ে দেখা হয়। টিকিট বিক্রির কার্যক্রম ও সার্ভার রুমও ঘুরে দেখেন তারা। এ দুই জায়গাতেই রেলওয়ে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ঘাটতি দেখতে পায় দুদক টিম।