দেশে নিউমোনিয়ায় ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

সেভ দ্য চিলড্রেনের সংবাদ সম্মেলনবাংলাদেশে এখনও নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় দুইজন শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। বুধবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. ইশতিয়াক মান্নান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন নিউমোনিয়া স্যানিটারি কমিটমেন্ট অ্যাডভাইজার সাব্বির আহমেদ। তিনি বলেন, ২০১৮ সালের ন্যাশনাল সিচুয়েশন এনালাইসিস রিপোর্ট অব নিউমোনিয়া প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়া এখন মৃত্যুর প্রধান কারণ। এছাড়া অন্যান্য কারণের মধ্যে বেশিরভাগ কারণই এখন নিয়ন্ত্রণে। তবে পাঁচ বছরের নিচের বয়সী শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। জাতিসংঘের হিসাব অনুসারে ২০১৬ সালে পাঁচ বছরের নিচে মোট ১৬ শতাংশ শিশুর এবং ১২ থেকে ৫৯ বয়সী শিশুর মধ্যে মোট ৩০ শতাংশ শিশুর মৃত্যুর জন্য নিউমোনিয়া দায়ী।

ড. ইশতিয়াক মান্নান বলেন, ‘শিশুর জীবন বিকাশে বাংলাদেশের বিশাল অগ্রগতিকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ২০ বছর আগের তুলনায় বর্তমানে বাংলাদেশে জন্ম নেওয়া শিশুদের স্বাস্থ্যবান, সুখী, শিক্ষিত এবং সুরক্ষিত হয়ে বেড়ে ওঠার সুযোগ অনেক বেশি। কিন্তু, নিউমোনিয়া মোকাবিলা করা একটি চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাচ্ছে, বিশেষ করে দূরবর্তী গ্রামগুলোতে এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা শিশুদের মধ্যে। আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করার সঙ্গে বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে আমাদের কাজের পরিধি আরও বাড়াতে হবে।’

সংবাদ সম্মেলনে হেলথ নিউট্রিশন অ্যান্ড এইচআইভি ডিরেক্টর ড. শামীম জাহানসহ সেভ দ্য চিলড্রেনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।