লাল-সবুজ জার্সিতে ছেয়ে গেছে মার্কেট (ফটোস্টোরি)

শুরু হয়ে গেলো বিশ্ব ক্রিকেটের মহারণ। বাংলাদেশসহ ১০টি দল লড়বে এই যুদ্ধে। ক্রিকেট উন্মাদনায় এখন ভাসছে সারাবিশ্ব। বিশ্বকাপ ক্রিকেটের এই উন্মাদনা শুধু মাঠেই আটকে থাকে না। সুদূর ইংল্যান্ড ছাপিয়ে এর আমেজ ছড়িয়ে পড়েছে ঢাকার মার্কেটগুলোতেও। ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় সব বিপণিবিতান ছেয়ে গেছে বাংলাদেশসহ বিভিন্ন দলের জার্সিতে। সেখানে প্রাধান্য পাচ্ছে টাইগারদের লাল-সবুজ জার্সি। বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, সমর্থকরা তাদের পছন্দের জার্সি কিনতে দোকানগুলোতে ভিড় করছেন। কেউ আবার পছন্দের জার্সি কিনে নিজের নামও লিখিয়ে নিচ্ছেন।

দোকানে প্রিয় দলের জার্সি দেখছেন এক সমর্থক

 

ক্রেতাদের জার্সি দেখাচ্ছেন ব্যবসায়ী

 

বিভিন্ন দলের জার্সি

 

বিভিন্ন দলের জার্সি

 

ফুটপাতে বিক্রি হচ্ছে জার্সি

 

ফুটপাতে বিক্রি হচ্ছে জার্সি

 

প্রিয় দলের জার্সি গায়ে এক সমর্থক

 

জার্সিতে নিজের নাম লিখিয়েছেন এক সমর্থক

 

জার্সিতে নিজের নাম লেখানো হচ্ছে

 

বাংলাদেশের লাল-সবুজ জার্সি