রাজধানীতে দুটি ছিনতাইচক্রের ৭ সদস্য গ্রেফতার




গ্রেফতারের প্রতীকী ছবিরাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা থেকে দুটি ছিনতাইচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রবিবার (৯ জুন) সন্ধ্যায় র‌্যাব-১০-এর উপঅধিনায়ক মেজর মো. আশরাফুল হক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলো গোলাম সারোয়ার (২৪), মো. শাহআলম, মো. মানিক মিয়া (৫৪), মো. দেলোয়ার হোসেন (২৮), মো. সামাদ শিকদার (৬৫), মো. হোসেন শাহীন ও মো. ফারুক মোল্লা (৩৭)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭টি চাকু, ২০টি ব্লেড, ৭টি মোবাইল ফোন এবং নগদ সাড়ে ৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।
র‌্যাব-১০-এর উপঅধিনায়ক মেজর মো. আশরাফুল হক বলেন, ‘ছিনতাইচক্র দুটি সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও দয়াগঞ্জের আশেপাশের এলাকায় ছিনতাই করতো। ঈদ করে ঢাকায় ফেরা মানুষের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার জন্য তারা মিলিত হয়েছিল। তখন তাদের গ্রেফতার করা হয়।’