ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান

 

দুদকহোল্ডিং ট্যাক্স নির্ধারণ, আপিলে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আজিমপুরের আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম (দুদক)। বৃহস্পতিবার (১৩ জুন) এ অভিযান চালানো হয় বলে জানান, দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

সরেজমিন অভিযানে ট্যাক্স বাবদ রশিদের মাধ্যমে আদায় করা টাকা যথাসময়ে চালানের মাধ্যমে জমা না করার পাশাপাশি নভিভুক্ত হয়নি বলে তথ্য মেলে। আপিল নিষ্পত্তির সভাও নিয়মিত হয় না বলেও তথ্য পায় দুদক টিম।  অনিয়মন দূর করতে সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মিয়া মো. জুনায়েদ আমীনকে পরামর্শ দেওয়া হয়।

এদিকে নোয়াখালীতে একটি বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক। প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে দুদকের নোয়াখালীর সমন্বিত জেলা কার্যালয় এ অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পায় দুদক টিম।

এছাড়া দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিসেও অভিযান হয়।