তামাকজাত পণ্যে কর বাড়ানোর দাবিতে পদযাত্রা





২০১৯-২০ অর্থবছরের চূড়ান্ত বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের ওপর কার্যকর ও বর্ধিত হারে করারোপের দাবিতে পদযাত্রা করেছে তামাকবিরোধী সংগঠনগুলো।

সোমবার (২৪ জুন) রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে এ পদযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এরমধ্যে ২০১৯-২০ অর্থবছরের চূড়ান্ত বাজেটে নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ৩৭ টাকার পরিবর্তে ৫০ টাকা করা, নিম্নস্তরের সিগারেটের ওপর বিদ্যমান ৫৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ৬০ শতাংশ করা এবং মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরে বিদ্যমান ৬৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ৭০ শতাংশ করার দাবি উল্লেখযোগ্য।
এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৩৫ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়েছে। এতে সিগারেটের ব্যবহার ১৪ শতাংশ থেকে কমে ১২.৫ শতাংশ এবং বিড়ির ব্যবহার ৫ শতাংশ কমে ৩.৪ শতাংশ হবে বলে জানানো হয়।