কোন জায়গায় কীভাবে বাজেট দিচ্ছি পরিপূর্ণ ধারণা দরকার: শিরিন লিরা

শিরিন লিরা

বাজেটের সুফল পাওয়ার জন্য পরিকল্পনার পর্যায়েই অনেকগুলো বিষয়কে মাথায় রাখার কথা বলেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের জেন্ডার ও সোশ্যাল ইনক্লুশন অ্যাডভাইজর ও আইবিপি ম্যানেজার শিরিন লিরা।  

মঙ্গলবার (২৫ জুন) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন তিনি।

এসময় শিরিন লিরা বলেন, ‘বাজেটের ক্ষেত্রে সক্ষমতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে, যখন আমরা বাজেট তৈরি করছি, তখন আমাদের একটি পরিপূর্ণ ধারণা থাকা দরকার যে কোন কোন জায়গায় কীভাবে বাজেট দিচ্ছি। অর্থাৎ আমরা তরুণদের নিয়ে কথা বলছি, এর অনেক বড় একটি অংশ নারী, এছাড়া আদিবাসী, প্রান্তিক তরুণ আছে, তাদের জন্য আমরা কীভাবে বাজেট বরাদ্দ করছি এটা খুব গুরুত্বপূর্ণ।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘যদি পরিকল্পনা পর্যায়ে এগুলো মাথায় না রাখি, তাহলে আমরা যে সুফল আশা করি সেটা অনেক সময় হয় না।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন ইয়াং বাংলার কনভেনর ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট ( আইআইডি)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়লগ ( সিপিডি)-এর রিসার্চ ফেলো  তৌফিকুল ইসলাম খান, অনলাইন অ্যাক্টিভিস্ট ও  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)-এর সহযোগিতায় আয়োজিত বৈঠকিটি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে। 

আরও খবর:
‘তারুণ্যের কর্মসংস্থান ও বাজেট’ শীর্ষক বৈঠকি শুরু 

তরুণদের কর্মসংস্থান একটি বড় মাথাব্যথার বিষয় ছিল: সাঈদ আহমেদ
বাজেট আরও বড় হওয়া উচিত: তৌফিকুল ইসলাম খান