তুরিন আফরোজের ভাইকে কারণ দর্শানোর নোটিশ

আদালত

আদালতের আদেশ অমান্য করায় ব্যারিস্টার তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক শেখ তারিক এজাজ এ আদেশ দেন। আদালত ওইদিন আদেশ দিলেও বিষয়টি প্রকাশ পেয়েছে আজ (বুধবার)।

ব্যারিস্টার তুরিন আফরোজের আইনজীবী মো. সাইফুল করিম সাইফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তুরিন আফরোজ ২০১৭ সালের ১১ মে তার ভাই শাহনেওয়াজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার একটি মামলা দায়ের করেন। এরপর আদালত ২০১৮ সালের ৮ মে উভয়পক্ষকে স্থিতাবস্থাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। এরইমধ্যে গত ১৪ জুন রাতে তুরিন আফরোজের ভাই দারোয়ানের সঙ্গে হট্টগোল ও জোরপূর্বক বাসায় ঢোকার  চেষ্টা করেন এবং হুমকি দেন। ওই ঘটনায় তুরিন আফরোজ উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন।’

তিনি আরও জানান, এরপর ‘আদালতের নিষেধাজ্ঞার আদেশ’ অমান্য করা ও ভায়োলেশন মিস মোকদ্দমা দায়ের করা হয়। সোমবার বিচারক মামলাটি আমলে নিয়ে প্রতিপক্ষ শাহনেওয়াজ আহমেদ শিশিরকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেন। এ মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করা হয়।