ফুলে ফুলে ছেয়ে গেছে হলি আর্টিজানের বারান্দা (ফটোস্টোরি)

হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার তিন বছর পূর্তিতে সেই ভবনে সোমবার (১ জুলাই) জড়ো হন নিহতদের স্বজন, দেশি-বিদেশি নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গভীর শ্রদ্ধায় নিহতদের স্মরণ করতে তিন ঘণ্টার জন্য ভবনটি খুলে দেওয়া হয়। সকাল থেকে সেখানে আসতে থাকেন নিহতদের স্বজনদের কেউ কেউ। চোখে জল আর হৃদয়ের ভালোবাসায় স্মরণ করেন নিহতদের। ফুলে ফুলে ছেয়ে যায় হলি আর্টিজানের বারান্দা।

সকাল সাড়ে ১০টা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি জ্বালিয়ে দিনটি স্মরণ করেন।

নিহতদের প্রতি র‌্যাব মহাপরিচালকের শ্রদ্ধা

পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

হলি আর্টিজানের বারান্দায় শ্রদ্ধা নিবেদনের ফুল

 

স্বজনরা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান

র‌্যাবের শ্রদ্ধা

সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

নিহতদের স্মরণে হাজির হন একজন রাষ্ট্রদূত

 আরও পড়ুন: শ্রদ্ধা-ভালোবাসায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ