হলি আর্টিজান হামলা মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৯ জুলাই

 

 



হলি আর্টিজানরাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় ভারতীয় নাগরিক ডা. সত্য প্রকাশসহ ২ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ জুলাই) ঢাকার সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
দ্বিতীয় সাক্ষী হলেন রিকশাচালক মো. আসলাম হোসেন।
আদালতের বেঞ্চ সহকারী রুহুল আমিন এসব তথ্য জানান।
এদিকে এদিন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মদ সাক্ষীদের জেরা করেন।
এ পর্যন্ত ৬২ জন সাক্ষীর জবানবন্দি নিলেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

এ মামলায় মোট ২১ আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানের সময় এবং ৫ জন ঘটনাস্থলে নিহত হয়।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে নিহত হয় ৫ জঙ্গি। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা দায়ের করে পুলিশ।