কলেজছাত্র শুভঙ্কর হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

 

শুভঙ্কর হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর আব্দুল করিম মৃধা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভঙ্কর হাওলাদারের খুনি সাইফুল ইসলামসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে ঢাকায় বসবাসকারী পটুয়াখালী জেলার ছাত্র-জনতা।

শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে পটুয়াখালীর আব্দুল করিম মৃধা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বাউফল উপজেলা নওমালা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভঙ্কর হাওলাদারকে হত্যা করা হয়। গত ২৬ জুন স্থানীয় একটি খালে তার লাশ পাওয়া যায়। পরবর্তীতে শুভঙ্করের বাবা বাদী হত্যা মামলা দায়ের করেন। প্রশাসনের প্রচেষ্টায় খুনি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। কিন্তু সন্দেহ থেকে যায়, কারণ শুভঙ্করের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, এই খুনের সঙ্গে সাইফুল ইসলাম একা জড়িত নয়।

প্রশাসনের কাছে তারা দাবি জানিয়ে বলেন, এই হত্যার ঘটনায়  খুনি সাইফুল ইসলামের সঙ্গে হয়তো আরও সহযোগী ছিল। তাদের প্রত্যেকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই না আর কোনও মা-বাবার সন্তানের এমন করুণ মৃত্যু হোক। আমরা খুনিদের ফাঁসির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস, শুভঙ্করের বড় ভাই জুয়েল হাওলাদারসহ ঢাকায় বসবাসকারী পটুয়াখালী জেলার ছাত্র-জনতা উপস্থিত ছিল।