২৪ ঘণ্টা চালু থাকবে আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক সেবা

আইসিডিডিআরবিমহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর ডায়াগনস্টিক সেন্টার এখন থেকে সপ্তাহে প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সোমবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখলে অনেক রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে। এছাড়া রোগীদের সেবা নিতে বেশি সময় অপেক্ষা করতে হবে না।
এ বিষয়ে আইসিডিডিআরবি’র ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সিনিয়র ডিরেক্টর ড. নিয়াজ আহমেদ বলেন, ‘এই বর্ধিত সেবা দেওয়ার জন্য আমাদের ব্যয়ভার অনেক বাড়বে। তবে আমরা মানুষের জন্য সেবা গ্রহণের সুযোগ বাড়াতে চাই। প্রতিষ্ঠানের অত্যাধুনিক ল্যাবরেটরিতে এখন থেকে আরও বেশি সংখ্যক রোগীকে রোগ নির্ণয়মহ অন্যান্য সেবা দেওয়া যাবে।
প্রসঙ্গত, আইসিডিডিআরবি’র ল্যাবরেটরি বাংলাদেশের একমাত্র ল্যাবরেটরি যা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশনের (আইএসও) সনদপ্রাপ্ত। এ ল্যাবরেটরি চারশ’র বেশি রোগ নির্ণয়ের জন্য সনদ পেয়েছে।