কিশোর গ্যাংয়ের ১১ সদস্য কারাগারে

আদালত

কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এই  আদেশ দেন। ১১ জনের সবাই রাজধানী উত্তরার ‘নিউ নাইন স্টার’ গ্রুপের সদস্য।

আসামিরা হলো— হাবিবুর রহমান দাড়িয়া (৩০), ফয়সাল আহম্মেদ (১৭), রাকিবুল হাসান (১৬), রমজান আলী (১৭), বাবু মিয়া (১৭), নজরুল ইসলাম (২৭), শাহীন হাওলাদার (১৫), তুহিন ইসলাম (১৫), মাহমুদ হীরা (১৫), রনি ইসলাম (১৫) ও সাগর হোসেন (১৬)।

এদিকে মামলার ১১ আসামির মধ্যে ৯ জন কিশোর হওয়ায় তাদেরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হবে বলে জানান সংশ্লিষ্ট আদালতের সাোরণ নিবন্ধ কর্মকর্তা (জিআরও)।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই রাজধানীর তুরাগ থানার বাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি শটগান, চারটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর উত্তরা, তুরাগ, আব্দুল্লাহপুর, টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এই গ্যাং গ্রুপের সদস্যরা এলাকার আধিপত্য বিস্তার, স্কুল কলেজে র‌্যাগিং, ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, ছিনতাই, উচ্চ শব্দ করে মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, অশ্লীল ভিডিও শেয়ার করাসহ এলাকায় ত্রাস সৃষ্টি করা। এরা এলাকার নিরীহ ও মেধাবী যুবক/কিশোরদের চাপে রেখে জোর পূর্বক দলে আসতে বাধ্য করে। গ্যাং-ভিত্তিক এদের নিজস্ব লোগো রয়েছে যা দেয়াল লিখন ও ফেইসবুকে ব্যবহার করে।