নিজেকে নির্দোষ দাবি করলেন ওসি মোয়াজ্জেম

ওসি মোয়াজ্জেম হোসেননিজেকে নির্দোষ দাবি করেছেন ওসি মোয়াজ্জেম হোসেন। বুধবার (১৭ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে তিনি এ দাবি করেন। অভিযোগ গঠন শুনানি শেষে বিচারকের নির্দেশে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম আসামি ওসি মোয়াজ্জেম হোসেনকে দোষী না নির্দোষ জিজ্ঞাসা করলে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মোয়াজ্জেম বলেন, ‘আমি নির্দোষ।’

আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল শামীম শুনানিতে অংশ নেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে গঠিত অভিযোগ পড়ে শোনাতে বলেন। এরপর রাষ্ট্রপক্ষ ওসি মোয়াজ্জেমকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বিরুদ্ধে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির ভিডিওধারণ পরবর্তী সম্প্রচার করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ গঠন করা হলো। আপনি দোষী না নির্দোষ। তখন ওসি মোয়াজ্জেম বলেন, ‘আমি নির্দোষ।’’
মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৬ জুন রাজধানীর শাহবাগ থেকে ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়।

আরও খবর...
ওসি মোয়াজ্জেম ঢাকায় গ্রেফতার