বন্যায় গত ১৪ দিনে ১০১ জনের মৃত্যু

বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি (ফাইল ফটো) গত ১৪ দিনে (১০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত) সারা দেশে বন্যার কারণে ১০১ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে, ডায়রিয়া, সাপে কামড়, বজ্রপাত, বিদ্যুতায়িতসহ পানিবাহিত অন্যান্য রোগে তাদের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। অসুস্থ হয়েছেন এক হাজার দুইশ’ ৯৫ জন। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পানিতে ডুবে ৮৩ জন, বজ্রপাতে ৭ জন, সাপে কামড়ে ৮ জন, শ্বাসতন্ত্রে সংক্রমণে একজন এবং অন্যান্য কারণে দুই জনের মৃত্যু হয়েছে। শুধু জামালপুরে ৩৩ জন মারা গেছেন।’ তিনি জানান, বন্যার পানি কোথাও কোথাও নেমে গেছে। এখন সেসব জায়গায় সাপে কামড়ের মৃত্যুর চেয়ে চর্মরোগ, ডায়রিয়াসহ পানিবাহিত রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। 
ডা. আয়েশা আক্তার বলেন, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, চাঁদপুর, বান্দরবান, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ মোট ২৭টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব জেলার ২২৪টি উপজেলার মধ্যে ৭৬টি উপজেলায় বন্যার প্রকোপ বেশি। সেসব উপজেলায় ৩১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব বন্যাকবলিত এলাকায় ২ হাজার ৪১৫টি মেডিক্যাল টিম কাজ করছে।