বিয়ের আসরে কনের বাবাকে হত্যার ঘটনায় মামলা

নিহত তুলা মিয়া (ফোনে কথা বলছেন)

রাজধানীর মগবাজারের দিলু রোডে বিয়ের আসরে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। খুনের অভিযোগ এনে সজীব আহমেদ রকিকে (২৩) মামলায় আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাতিরঝিল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, বিয়ের আসরে ছুরিকাঘাতে তুলা মিয়াকে খুনের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত তুলা মিয়ার ছেলে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

ঘটনাস্থল থেকে আটক সজীবকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (১ আগস্ট) মগবাজারের দিলু রোডে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে মেয়ে স্বপ্নার বিয়ের আয়োজন করেন তুলা মিয়া। বিয়ের অনুষ্ঠান চলাকালে পাশেই স্বপ্নাদের বাড়িতে ঢুকে তার বাবা তুলা মিয়া ও মা  ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করে সজীব। এ সময় উপস্থিত জনতা সজীবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ছুরিকাঘাতে তুলা মিয়া নিহত হন এবং ফিরোজা বেগম আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।