জুলাইয়ে সেরা প্রতিবেদনের পুরস্কার পেলেন যারা

জুলাইয়ের সেরা প্রতিবেদক ও প্রতিনিধি

বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদনের জন্য অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের জুলাই মাসের সেরা প্রতিবেদক হিসেবে বিবেচিত হয়েছেন পাঁচ জন প্রতিবেদক। সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, মফস্বলের সেরা প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন (আন্তর্জাতিক) এবং জুন মাসে সর্বাধিক পঠিত বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

পুরস্কারপ্রাপ্তরা হলেন সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনি, স্টাফ রিপোর্টার শাহেদ শফিক, স্টাফ রিপোর্টার রাফসান জানি, দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু ও টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়। বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।

সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে গত ১১ জুলাই প্রকাশিত স্টাফ রিপোর্টার শাহেদ শফিকের প্রতিবেদন “বিয়েই করেননি, ‘স্ত্রী’র জন্য নিয়েছেন বিমান ভাড়া”

ব্রেকিং রিপোর্ট ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ২১ জুলাই প্রকাশিত সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনির ‘রাতে এমপি শম্ভুর অফিসে মিন্নির আইনজীবী!’ শীর্ষক প্রতিবেদনটি।

গত ২১ জুলাই প্রকাশিত টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ‘বউমা আমাকে এ নির্জনে ফেলে যেও না’ শিরোনামের প্রতিবেদনটি সেরা দেশ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে গত ৪ জুন প্রকাশিত স্টাফ রিপোর্টার রাফসান জানির ‘আড়ংকে জরিমানা করার কয়েক ঘণ্টার মাথায় সেই কর্মকর্তা বদলি’ শিরোনামের সংবাদটি উঠে এসেছে।

বিশেষ প্রতিবেদন (আন্তর্জাতিক) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু। ২৫ জুলাই প্রকাশিত ‘পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে ‘কূটনৈতিক বিভ্রান্তি’’ দেখছে দিল্লি” প্রতিবেদনের জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।

কর্তৃপক্ষ গঠিত জুরি বোর্ড ওই প্রতিবেদনগুলো পুরস্কারের জন্য বিবেচনা করেছে। ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ।