মিরপুরে বস্তিতে আগুন, ঈদের ছুটির কারণে প্রাণহানি থেকে রক্ষা





মিরপুরের চলন্তিকা এলাকার বস্তির আগুনরাজধানীর মিরপুরের রূপনগরে চলন্তিকা মোড়ের পাশের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে কয়েক হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। ঈদুল আজহার ছুটিতে বেশিরভাগই গ্রামের বাড়িতে থাকায় বস্তি অনেকটাই লোকশূন্য ছিল। আর এ কারণেই প্রাণহানি ঘটেনি বলে বস্তিবাসী মনে করছেন।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১০টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার দাবি করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত জাহানারা বেগম বলেন, ‘আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের পর বেশিরভাগ বাসিন্দাই বের হয়ে আসতে পেরেছেন। ঈদের ছুটির কারণে পোশাক শ্রমিক যারা এখানে ভাড়া থাকেন, তারা এখনও আসেননি। তাই বস্তির ভেতরে আটকা পড়ার সম্ভাবনা কম।’
আবুল হোসেন নামে বস্তির এক বাসিন্দা বলেন, ‘বস্তিতে আমার ৯টি ঘর রয়েছে। এগুলো ভাড়া দিই। একটি ঘরও রক্ষা পায়নি, সব পুড়ে ছাই।’ আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, ‘বস্তির উত্তর পাশে ফরিদের ঘর থেকে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আমি নিশ্চিত না।’
তানিয়া নামে একজন বলেন, ‘এখানে আমার ১৫টি ঘর রয়েছে। সব পুড়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে আমি বের হয়ে এসেছি। তবে জিনিসপত্র কিছু বের করতে পারিনি।’
মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী সাহস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে সহস্রাধিক ঘর রয়েছে। অন্তত এক লাখ মানুষ বসবাস করে। নিম্ন আয়ের মানুষ বেশি।’
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোশতাক আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এখনও কোনও নিখোঁজের খবর পাইনি। হতাহতের বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি, কেউ মারা যায়নি।’

আরও পড়ুন...

‘ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা থাকবেন রূপনগরের পাঁচটি স্কুলে’

রূপনগরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের পুড়ে যাওয়া বস্তি দেখলেন মেয়র আতিকুল

মিরপুরে বস্তিতে আগুন (ভিডিও)

রূপনগর বস্তির আগুন ছড়িয়েছে পাশের বহুতল ভবনেও

বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন, হতাহতের আশঙ্কা