ছবিতে রূপনগরের বস্তিতে আগুন

চলন্তিকা মোড় এলাকায় বস্তিতে আগুনরাজধানীর মিরপুর-৬ নম্বরে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ের পাশের বস্তিতে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আগুন লাগে। সব হারিয়ে বস্তিবাসীদের একজন কান্নায় ভেঙে পড়েনফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় রাত রাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে একটি পরিবার তবে এরই মধ্যে পুরো বস্তি পুড়ে যায়। ভস্মীভূত হয় ২০-২৫ হাজার ঘর।আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা সব হারিয়ে নিঃস্ব মানুষের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পাইপ ঠিক করছেন ফায়ার সার্ভিসের কর্মীরাআমাদের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের ক্যামেরায় তোলা ছবিতে অগ্নিকাণ্ডের চিত্র তুলে ধরা হলো।

জিনিসপত্র নিয়ে বসে আছেন এক নারী

ফায়ার সার্ভিসের কর্মীরা

আগুন লাগার পর স্থানীয়রা সেখানে ভিড় করেন

শিশুকে নিরাপদে বের করে আনেন এক নারী

ফায়ার সার্ভিসের কর্মীদের স্থানীয়রা সাহায্য করছেন

আগুন লাগার পর প্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে বের করে আনা হয়েছে