ইয়াবাসহ গ্রেফতার বরগুনার পৌর মেয়রের ছেলে নাছির রিমান্ডে





নাসির আল মামুন (ছবি: সংগৃহীত)রাজধানীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার বরগুনা পৌরসভার মেয়র মো. শাহদাত হোসেনের ছেলে নাছির আল মামুনকে ১ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শুনানি শেষে তাকে রিমান্ডে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আব্দুল জলিল আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ১০০ পিস ইয়াবাসহ নাসিরকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।
রিমান্ডের আবেদন থেকে জানা যায়, আসামি নাছির পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ঢাকা থেকে ইয়াবা পাইকারি হিসেবে কিনে ঢাকাসহ নিজ জেলা বরগুনায় খুচরা বিক্রি করে আসছিল। আসামি কার বা কাদের কাছ থেকে ইয়াবা কেনে, সেই মূল সরবরাহকারীদের গ্রেফতার এবং আসামির কোনও সহযোগী আছে কিনা, তা খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তদন্ত কর্মকর্তা। এ জন্য তিনি ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
এদিন আদালতে আসামি পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।
নাসিরের বিরুদ্ধে পল্টন মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন মামলাটি দায়ের করেন।