বরগুনা পৌরসভার মেয়রের ছেলে নাছির আল মামুন কারাগারে

কারাগাররাজধানীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার বরগুনা পৌরসভার মেয়র মো. শাহদাত হোসেনের ছেলে নাছির আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ড শেষে সোমবার (১৯ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়ার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আবদুল জলিল। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তিনি। বিচারক আবেদন মঞ্জুর করে নাছিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী সালাউদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। গত শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ১০০ পিস ইয়াবাসহ নাসিরকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি নাছির পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ঢাকা থেকে পাইকারি হিসেবে ইয়াবা কিনে ঢাকাসহ নিজ জেলা বরগুনায় খুচরা বিক্রি করতো।

এ ঘটনায় নাসিরের বিরুদ্ধে পল্টন মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন মামলাটি দায়ের করেন।