সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে গাছ লাগানোর নির্দেশ

মাউশি

জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে দেশের এডুকেশন ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বরধারী (ইআইআইএন) সব প্রতিষ্ঠানে একটি করে ফলদ ও বনজ বৃক্ষ রোপণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মাউশির উপপরিলক (সাধারণ প্রশাসন) মো. রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে এর কার্যক্রম আগামী ৩১ আগস্টের মধ্যে মাউশিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

গাছ লাগিয়ে তা সংরক্ষণের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।