প্রবাসী কল্যাণ ভবনের নিচতলায় জাল ভিসাসহ ২ দালাল আটক

আটকের প্রতীকী ছবি প্রবাসী কল্যাণ ভবনের নিচতলায় তিনজন বিদেশ গমনেচ্ছু ব্যক্তির পাসপোর্টের ফটোকপির ঠিকানা টেম্পারিং করে রেজিস্ট্রেশন ও ফিঙ্গার প্রিন্ট করার সময় সৌদি আরবের ভুয়া ভিসাসহ দুই দালালকে আটক করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে। তারা হলো, আনোয়ার হোসেন (৩৮) এবং তার সহযোগী সাইফুল ইসলাম (২৪)। সাইফুল ইসলাম ভবনটির ক্লিনার হিসেবে কাজ করতো। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান। মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার (২৫ আগস্ট) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের নিচতলায় র‌্যাব-৩ এবং আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনজন বিদেশ গমনেচ্ছু ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে দালাল আনোয়ার হোসেন ও তার সহযোগী সাইফুল ইসলাম তাদের মূল পাসপোর্ট নিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন ও ফিঙ্গার প্রিন্ট করার চেষ্টা করছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের হাতেনাতে আটক করে সব কাগজপত্র জব্দ করে। সৌদি আরব পাঠানোর নামে ভুয়া ভিসা দেখিয়ে বিভিন্ন সময় তাদের তিনজনের কাছ থেকে ৪২ হাজার ৫০০ টাকা নেয় এবং সৌদি আরবে পাঠানোর কথা বলে প্রত্যেকজনের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করে আটক দালালরা। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান অভিযুক্ত আনোয়ার হোসেনকে এক বছর এবং সাইফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।