বিমানের ঢাকা-মদিনা ফ্লাইট চালু ২৮ অক্টোবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ

ঢাকা থেকে সৌদি আরবের মদিনায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৮ অক্টোবর থেকে এ পথে ফ্লাইট চলাচল শুরু হবে। বর্তমানে বিমান সৌদি আরবের জেদ্দায় সপ্তাহে ৭টি, রিয়াদে সপ্তাহে ৬টি, দাম্মামে ৩টি ফ্লাইট পরিচালনা করছে। সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।
এতে বলা হয়, বিমান ২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসসহ মোট ২৭১টি সিটের অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। প্রথমবারের মতো এ রুটে সপ্তাহে চারদিন (সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার) ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, অনলাইন, বিমানের ওয়েবসাইট ও বিমানের কলসেন্টার থেকে ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকিট কেনা যাবে।