টিকাটুলিতে গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা মেলেনি

ঢাকারাজধানীর টিকাটুলি এলাকায় এক শিশু (১০) গৃহকর্মীকে যৌন নির্যাতনের  অভিযোগের কোনও সত্যতা মেলেনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

ডা. বিলকিস বেগম বলেন, ‘শিশুটির মা যে অভিযোগ করেছিলেন, তার কোনও সত্যতা আমরা পাইনি। ওসিসিতে শিশুটির সঙ্গে কাউন্সেলিং করা হয়েছে। এছাড়াও শিশুটির শরীরে নির্যাতনের কোনও চিহ্ন পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা না পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। শিশুটিকে তার মা নিয়ে গেছেন।’

উল্লেখ্য, শিশু (১০) গৃহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে  বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছিল। শিশুটির মা অভিযোগ করেছিলেন, তার মেয়েকে ওই বাড়ির গৃহকর্তা শারীরিক ও যৌন নির্যাতন করতো।