লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের এবার এমসিকিউ দিতে হবে না

হাইকোর্ট

২০১৭ সালে অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় এমসিকিউতে (নৈর্ব্যত্তিক) উত্তীর্ণ কিন্তু লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণরা এবার সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এনিয়ে দ্বিতীয় ও শেষবারের মতো তাদের এই সুযোগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী ও সনদ প্রদানকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, বার কাউন্সিলের গত ১২ সেপ্টেম্বরের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্ত অনুসারে যে সব পরীক্ষার্থী ২০১৭ সালে এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তারা শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।  

এর আগে, ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ (নৈর্ব্যত্তিক প্রশ্ন) পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ’ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরে একই বছরের ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর ২০১৮ সালের ৪ জুন দেওয়া ফলাফলে দেখা যায়, লিখিত পরীক্ষায় আট সহস্রাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হন। গত বছরের ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলে ২০১৭ সালের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে এবার আর এমসিকিউ পরীক্ষা দিতে হচ্ছে না।

প্রসঙ্গত, একজন পরীক্ষার্থী এমসিকিউতে একবার উত্তীর্ণ হলে মোট দুবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে বিধি সংশোধন করে বাংলাদেশ বার কাউন্সিল। সেই মতে এখন থেকে শিক্ষানবিশ আইনজীবী একবার এমসিকিউতে উত্তীর্ণ হলে মোট দুবার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে দ্বিতীয়বারের চেষ্টায় লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের পুণরায় এমসিকিউ পরীক্ষা দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু করতে হবে।