বসিলায় জঙ্গি আস্তানায় অভিযান, মামলার প্রতিবেদন ১৭ অক্টোবর

বসিলায় র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযান (ফাইল ফটো)

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আজ  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জমা হয়নি।  প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ আগামী ১৭ অক্টোবর  ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমান।

মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারক পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত  ২৮ এপ্রিল জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে রাত তিনটার দিকে বসিলার মেট্রো হাউজিংয়ের ৮ নম্বর রোডে একটি টিনশেড বাসা ঘিরে ফেলেন র‌্যাবের সদস্যরা। পর দিন সেখানে অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাবের সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলি হয়। গুলোগুলির এক পর্যায়ে ভেতরে থাকা দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়। ওই দিনই  (২৯ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর থানায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন র‌্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় মৃত দুজনসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয় জনকে আসামি করা হয়।