শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে অবৈধ দখল উচ্ছেদ

01রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবৈধভাব দখল করে গড়ে ওঠা দোকানপাট, বসতিসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সরেজমিন দেখা গেছে, অবৈধ দখল স্থান থেকে বের হতে প্রথমে মাইকিং করে কর্তৃপক্ষ, পরে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, ‘রেলওয়ের এ কলোনিতে দীর্ঘদিন ধরে বেশ কিছু জায়গার অবৈধ দখল ছিল। এসব জায়গায় ভবন তুলে তারা বসবাস করছে এবং ভাড়া দিচ্ছে। রেলের সম্পত্তির দখল নিতে এ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এই অভিযান করা হবে।