ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা





মো. ফজলুর রহমান খোকন ও মো. ইকবাল হোসেন শ্যামলছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ছাত্রদলের নতুন সভাপতি মো. ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জেলা জজ নুস্রাত সাহারা বিথী এ আদেশ দেন।
ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার কল্যাণ কুমার সিংহ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
এর আগে গত ১২ সেপ্টেম্বর আমানের করা আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেছিলেন। একই সঙ্গে ছাত্রদলের কাউন্সিলে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা